A2Z सभी खबर सभी जिले कीअन्य खबरेताज़ा खबरमनोरंजन

কিশোর কুমারের জন্ম বর্ষপূর্তি পালন করা হলো

কিশোর কুমারের জন্ম বর্ষপূর্তি পালন করা হলো

ভারতবর্ষের সর্বকালের জনপ্রিয়তম সঙ্গীত শিল্পীর নাম ,,
বিরল বহুমুখী প্রতিভার অধিকারী সেই কিশোরের আজ ৯৫ তম জন্মদিবস উপলক্ষে আজ দুর্গাপুর পশ্চিম বর্ধমানের শ্রীজনি অডিটোরিয়ামে সন্ধ্যা প্রদীপ একটি সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সৌরভ চট্টোপাধ্যায়, এসডিএম দুর্গাপুর, রাখি তেওয়ারি, প্রশাসক বোর্ড, প্রবীণ সমাজকর্মী সুদেব রায়, প্রখ্যাত রাজনীতিবিদ ও সমাজকর্মী তরুণ রায়।খুব সুন্দর সন্ধ্যার সাক্ষী হয়ে থাকলো দুর্গাপুর বাসী।

Back to top button
error: Content is protected !!